জঙ্গলকে ভালবেসে নিস্তব্ধ পাহাড়ের বুকে সম্পূর্ণ মায়ার জগৎ এর ঠিকানা #রামপুরিয়া

দক্ষিণবঙ্গের নিস্তব্ধ প্রাকৃতিক জঙ্গলে ঘেরা একটি ছোট্ট গ্রাম। অজানা প্রাণীদের ডাকের আওয়াজের সাথে নাম না জানা পাখির কলরবে এক অন্য মায়াময় পরিবেশ

রামপুরিয়া ফরেস্ট গ্রাম। টাইগার হিল থেকে 18 কিমি, ঘূম মঠ থেকে 14 কিমি, সেইসাথে তিব্বতি বৌদ্ধ মঠ দার্জিলিং থেকে 15 কিমি দূরে।

তাকদাহ, টিনচুলে এখান থেকে মাত্র ৮ কিমি দূরে। আপনাকে জোরেবাংলো থেকে আসতে হবে এবং তারপর 6ম মাইল ক্রসিং থেকে ডানে যেতে হবে।

যারা পখি প্রেমী, তাদের কাছে এই স্থানটি খুব পছন্দ হবে।

এখানে দেখা মেলে নানা প্রজাতির হিমালয়ান পাখি যেমন Magpie,Babble,Thrush আরও নানা প্রজাতির পাখি। এছাড়াও এখানে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির ফুল যেমন Rododendron,Magnolia প্রভৃতি। সকালে গরম চা হাতে নিয়ে হোমস্টে বারান্দায় দাড়িয়ে ছবির মতো সুন্দর সবুজ উপত্যকায় সূর্যোদয় আর পাখিদের ডাকের সাথে ২ রাত ৩ দিনের সফর মনময় হয়ে উঠবে।