কালিমপঙ শহর থেকে মাত্র 18km দূরে ছোট্ট একটি গ্রাম মুনথাং , কিছু ছোট্ট ছোট্ট ঘর নিয়ে পাহাড়ি মানুষের বাসস্থান। এদের নিষ্পাপ মন দিয়ে আতিথেয়তায় আপনি আপ্লুত হয়ে যাবেন। ধাপ চাষ ও মুরগি,ছাগল পশু পালন করে এদের দিন কাটে। তারই মধ্যে অতি যত্ন নিয়ে বানানো তাদের হাতে সুসজ্জিত এক একটা হোমস্টে তে সত্যিকারের ভালবাসা ও শান্তির খোঁজ পাওয়া যায়।

এই খানেই, অল্প কিছু দূরে ঝর ঝর শব্দে অবিশ্রান্ত বয়ে চলেছে রেয়ান নদী। অচেনা।

পাখির ডাকে মুখরিত চারিদিক। নাম না জানা ফুলের বন্য মাদকতা, রংবেরঙের প্রজাপতি,

মৌমাছি ও মধু সন্ধানীদের দল এক ফুল থেকেঅন্য ফুলে ছোটা ছুটি সব মিলিয়ে এক মায়াবী

স্নিগ্ধতায় ভরা এই পাহাড়ী গ্রাম। ঘুরে যাওয়ার অনুরোধ রইলো আমাদের সাথে