আজ আমরা জেনে নেব উত্তরবঙ্গের এক অজানা ভ্রমন স্থান তাবা তাবাকোশী (Tabakoshi) সম্পর্কে। কিভাবে তাবাকোশী আসবেন , কোথায় থাকবেন ,কোথায় ই বা ঘুরবেন।এই সকল প্রশ্নের উত্তর পেতে অতি অবশ্যই সম্পূর্ণ লেখাটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।

রোজকারের জীবনযাপন থেকে সম্পূর্ণ ভাবে মুক্তি পেতে দূরে কোথাও ছুটে যেতে যদি মন চায়, তবে চলে আসতেই পারেন উত্তরবঙ্গের এক নিরিবিলি ছোট পাহাড়ি গ্রাম তাবাকোশীতে।চারদিকে মনকাড়া প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজ চা-বাগান দিয়ে মোড়া পাহাড়ের মাঝে এক শান্ত শিষ্ট নিরিবিলি গ্রাম হলো এই তাবাকোশী । তাবাকোশীর উচ্চতা প্রায় ৩৮০০ ফিট । দার্জিলিং এর বিখ্যাত গোপালধারা চা-বাগানের একটি অংশ এই তাবাকোশী।

তাবাকোশীর এই রূপ নামকরণের কারণ জানেন ??
তাবাকোশী গ্রামের উপর ধরে প্রবহমান রংভং নদী, যার রং বর্ষাকালে তামাটে রুপ ধারন করে সেই কারণেই এখানকার নাম হয়েছে তাবাকোশী বা তাম্বাকোশী।

মিরিক থেকে ৭ কিমি দূরে অবস্থিত এই গ্রামটি শহরের কোলাহল থেকে অনেক দূরে একাকী সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান হয়ে উঠতে পারে ভ্রমণপিপাসু মানুষের জন্য, পাহাড়ের কোলে বসে নদীর জলের আওয়াজের সাথে মনোরম পাখীদের কুঞ্জন শুনতে শুনতে সামনের পাহাড়ের ঢালে সবুজে ঘেরা চা বাগানের মধ্যে হারিয়ে যেতে মন করবে এই তাবাকোশীতে ।
ভৌগোলিক অবস্থান:-
শিলিগুড়ি থেকে তাবাকোশীর দূরত্ব ৫৩ কিমি এবং NJP Junction থেকে তাবাকোশীর দূরত্ব প্রায় ৬৪ কিমি।

কিভাবে যাবেন ?
তাবাকোশী পৌঁছানর জন্য শিলিগুড়ি , NJP Junction অথবা বাগদগ্রা এয়ারপোর্ট প্রভৃতি স্থান থেকে সরাসরি গাড়ি পেয়ে যাবেন।
ভ্রমণের সেরা সময়:-
তাবাকোশী বছরের যেকোন দিন আসা যায় তবে বর্ষাকালে তাবাকোশীতে বয়ে চলা রংভং নদি ফুলেফেপে ওঠে তাই বছরের এই সময়টা তাবাকোশী না আসাই শ্রেয় । খুব বেশী উচ্চতাই অবস্থিত না হওয়াই এখানে ঠাণ্ডা খুব বেশী হয়না।
গ্রীষ্মকালে গরম থেকে রেহাই পেতে হালকা ঠাণ্ডার আনুভুতি পেতে চলে আসতেই পারেন তাবাকোশীতে।

থাকার ব্যবস্থা:-
যেহেতু তাবাকোশী গ্রামটি পাহাড়ের একটি Offbeat Location সেহেতু এখানে থাকার জন্য হোটেল পাবেন না , তবে এখানে থাকার জন্য সুসজ্জিত ও ঘরোয়া খাওয়ারওয়ালা কিছু Homestay পেয়ে যাবেন |
জেনে যখন এতো ভালো লাগলো। তবে ঘুরে আসলে আরো ভালো লাগবেই।
তাবাকোশী সম্পর্কে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

𝑨𝒏𝒚 𝑫𝒂𝒚 𝑷𝒂𝒄𝒌𝒂𝒈𝒆,,
𝑪𝒐𝒏𝒕𝒂𝒄𝒕.. 9674559795/9748740212
Website – www.floretvacation.in
E- mail- [email protected]